ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘সচেতনতাই হোক ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রথম ধাপ’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্ট (সেট) এর চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি লায়ন মাস্টার আবুল কাশেম বলেছেন, ডায়াবেটিস রোগ একটি নিরব ঘাতক ব্যাধি, এই রোগে রক্তে মাত্রাতিরিক্ত গ্লুকুজের আধিক্যের কারণে হৃদরোগ, ষ্ট্রোক, কিডনী ডিজিজ, চোখের সমস্যা, দাঁতের সমস্যা, নার্ভ ডেমেজ, পায়ের সমস্যাসহ বিবিধ শারিরিক সমস্যার সৃষ্টি হয়। অবশেষে রোগী পঙ্গুত্ব ও মৃত্যুবরণ করে। এক কথায় ডায়াবেটিস সকল রোগের মা, তাই সচেতনতাই হোক ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের প্রথম ধাপ।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায়, সীতাকুণ্ড ডায়াবেটিস হসপিটাল এর উদ্যোগে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী সমাবেশ, আলোচনা সভা এবং ফ্রি ইনসুলিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি মাস্টার আবুল কাশেম। 

মেডিকেল অফিসার ডা. সাজেদুল ইসলাম নাহিম এর সভাপতিত্বে এবং মানিক লাল দাশগুপ্তের সঞ্চলনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. জাহাঙ্গীর, সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতি উপদেষ্টা লায়ন আবুল খায়ের মো. ওয়াহিদী, লায়ন্স ক্লাব অব চিটাগাং সীতাকুণ্ড সাবেক প্রেসিডেন্ট লায়ন নুরুল আবছার চৌধুরী, সীতাকুণ্ড প্রেস ক্লাবে সাবেক সভাপতি সৈয়দ মো. ফোরকান আবু, প্রধান আলোচক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলের ডায়াবেটিস ও হরমোন রোগে প্রশিক্ষণ প্রাপ্ত ডা. মোহাম্মদ গিয়াস উদ্দিন টিপু, বক্তব্য রাখেন সীতাকুণ্ড হেল্থ এন্ড এডুকেশন ট্রাস্টের নির্বাহী পরিচালক লায়ন মো. গিয়াস উদ্দিন, ভাইস চেয়ারম্যান লায়ন হাজী মো. ইউসুফ শাহ্, ট্রেজারার খোরশেদ আলম, সীতাকুণ্ড ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ ননী গোপাল দেবনাথ, সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক লায়ন মো. বেলাল হোসেন, সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের প্রচার সম্পাদক সাংবাদিক কামরুল ইসলাম দুলু, ডা. নুরুল হুদা প্রমুখ। 

আলোচনা সভায় সীতাকুণ্ড উপজেলার দেড় শতাধিক পল্লী চিকিৎসক ও ডায়াবেটিস রোগী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২৭ জন হতদরিদ্র ও অক্ষম ডায়াবেটিস রোগীকে বিনামূল্যে ইনসুলিন ও এক মাসের ঔষধ বিরতণ করা হয়। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী লায়ন নুরুল আবছার চৌধুরী সীতাকুণ্ডের হতদরিদ্র ও অক্ষম ডায়াবেটিস রোগীদেরকে বিনামূল্যে ইনসুলিন ও ঔষধ দেওয়ার জন্য এক লক্ষ টাকা অনুদান প্রদান করেন।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি